সৎপাত্রে কন্যা দান কর। 'সৎপাত্রে' কারক-বিভক্তি কী?
শেয়ার করুন বন্ধুর সাথে

সৎপাত্রে কন্যা দান কর । 

আমরা জানি, যাকে সত্ত্ব ত্যাগ করে কোন কিছু দেয়া হয় তাকে সম্প্রদান কারক বলে । 

এখানে, সৎপাত্রে স্বত্ব ত্যাগ করে কন্যা দান করা হয়েছে । 

তাই সৎপাত্রে সম্প্রদান কারক ।


অপর দিকে সপ্তমী বিভক্তি চেনার উপায় হচ্ছে, শব্দের শেষে এ, য়, তে থাকবে । 

সৎপাত্রে শব্দটির শেষে এ বিধ্যমান । 


সুতরাং , সৎপাত্রে-  সম্প্রদানে সপ্তমী বিভক্তি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ