ওএমআর OMR শীটে বিষয় কোড ভুল লিখলেও যদি সঠিক বৃত্তটি ভরাট করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনার রেজাল্ট আসবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি যদি আপনার Omr শীটের বৃও গুলো সঠিক ভাবে ভরাট করে থাকেন তাহলে আপনার রেজাল্ট 100% আসবে।

Talk Doctor Online in Bissoy App

ভুল লিখলেও আসার সম্ভবনা আছে কারণ যদদি আপনার খাতার নম্বরের সাথে হাজিরা খাতায় মিল থাকে তবে রেজাল্ট আসবে।এর জন্য আপনার রোল নম্বর রেজিস্টেশন নম্বর ঠিক থাকতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

এই বিষয়টি অনেক দিন থেকেই আমি দেখছি । তাই একজন পরিক্ষক যিনি খাতা কাটেন তার কাছে বিষয়টি জেনে আজ সম্পূর্ণ উত্তর টি দিচ্ছি । কোন কোন ক্ষেত্রে রেজাল্ট আসবে 

  • উপরের ঘরে সেট কোড ভুল লিখলে বা কাটা কাটি করলেও যে ঘর পূরণ করবে সেই ঘরকে মূল ধরে OMR মেশিন খাতা কাটবে কারণ তার কাছে লেখা ধরা পড়ে না তার কাছে বৃত্ত পূরণ টাই প্রধান 
  • যখন কেউ দুটো ঘর পূরণ করে সেড কোডের তখন ও রেজাল্ট আসে । সেটা হয় এভাবে : যখন OMR মেশিন দুটো বৃত্ত দেখে সেট কোড এ তখন সে খাতা টা দেখে না সেই খাতা মেশিন থেকে বের হয়ে আলাদা হয়ে যায়। তখন OMR মেশিনের পাশে বসে থাকা অপেরাটর খাতা টা চেক করে উপরের লেখা আর কোন ঘর মিশানো এক সেই অনুযায়ী একটা দেখে খাতা টি কাটেন তিনি । তাই লেখা বা পূরণ যেকোনো একটি সঠিক ভাবে করা উচিত 
  • অনেকে বলবেন যদি দুই জায়গায় ভুল হয় তখন ?  সেই ক্ষেত্রে অপেরাটর দেখবেন কোনটি বেশি গ্রহণযোগ্যতা পায় কারণ তাদের কাছে সব গুলো সেটের ই উত্তর আছে। যেটির বেশি উত্তর মিলবে সেটিকেই সেট কোড ধরে খাতাটি কাটা হবে । 
 আশা করি বুঝাতে পেরেছি কোন কোন ক্ষেত্রে রেজাল্ট আসবে । 
Talk Doctor Online in Bissoy App