আই-পিল কি খালি পেটে খেতে হয় নাকি খাওয়ার পরে খেতে হয়??আর একটা প্রশ্ন, অনেকে বলে পিল একবার খেলে ৭২ ঘন্টার মধ্যে মিলনের ক্ষেত্রে আর প্রবলেম হবেনা।আবার আর এক জাগায় দেখেছি পিল খাওয়ার পরে ৭২ ঘন্টার মধ্যে মিলিত হলে আবার ও পিল খেতে হয়, না হয় প্রেগনেন্ট হবে।কোনটা সঠিক বলে ধরে নিব??বিস্তারিত জানতে চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে

আমি আপনাকে আই-পিল খাওয়ার সব নিয়ম দিচ্ছি। *** ৭২ ঘন্টার মধ্যে হলে একটাই যথেষ্ট, তবে খাওয়ার ৩০ মিনিট পর যদি বমি হয় তবে আরেকটি খেতে হবে। ইমারজেন্সি পিলের ভালো-মন্দ ***আকস্মিক অঘটনের কয়েক ঘণ্টার মধ্যে খেলে নিলে বিপদের আশঙ্কা এসে ঠেকে তলানিতে৷ ***প্রচুর পরিমাণে প্রজেস্টেরন হরমোন থাকলেও কারও কারও ক্ষেত্রে সামান্য গা -বমি, মাথা ঝিমঝিম, ক্লান্তি, একটু মাথাব্যথা, পেট ফাঁপা , কখনও সখনও সামান্য ব্লিডিং ছাড়া আর কোনও সমস্যা হয় না৷ ***এই পিল খেলে পরের পিরিয়ডটা ক ‘দিন পিছিয়ে যেতে পারে৷ পিল খাওয়ার পর মোটামুটি সন্তাহ তিনেকের মধ্যে পিরিয়ড হয়৷ তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই৷ ***নিয়মিত খেলে, অর্থাত্‌ এর অপব্যবহার হলে ভবিষ্যতে ডায়াবিটিস, গলব্লাডারে পাথর বা ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে একটু সজাগ থাকা দরকার৷ ইমারজেন্সি পিল কখন খাবেন না ***কখনও হার্টঅ্যাটাক বা স্ট্রোক হয়ে থাকলে৷ ***মাইগ্রেনের সঙ্গে নিউরোলজিকাল কিছু উপসর্গ থাকলে৷ ***জন্ডিস বা বড় ধরনের লিভারের অসুখ থাকলে৷ ***পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজের রোগী৷ ***নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতির পরিবর্তে৷ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ