মনে করুন, ৪৮ এর গুণনীয়ক = ২ ×২ × ২ ×২ ×৩:: ঠিক এইভাবে বড় বড় সংখ্যাগুলোর কিভাবে মৌলিক গুণনীয়ক বাহির করব?
শেয়ার করুন বন্ধুর সাথে

১০০০ এর গুননীয়ক এভাবে বের করবেন। 1000=1*1000 1000=1*2*500 1000=1*2*2*250 1000=1*2*2*2*125 1000=1*2*2*2*5*25 1000=1*2*2*2*5*5*5 সর্ব প্রথম ১ দিয়ে ভাগ করবেন তারপর যতবার পারেন ২ দিয়ে ভাগ করবেন।তারপর ৩ দিয়ে ভাগ করবেন।তারপর ৪ দিয়ে ভাগ করবেন।এভাবেই চলবে।যতক্ষন পর্যন্ত মৌলিক সংখ্যা না আসবে।যেমন ৫ এখানে মৌলিক সংখ্যা। বি.দ্র: যদি কোন সংখ্যা দিয়ে ভাগ না করা যায় তাহলে পরবর্তী সংখাদিয়ে ভাগ করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ