শেয়ার করুন বন্ধুর সাথে
Masrur

Call

শ্রীরাধা ও চন্দ্রাবলী দুইজনেই বিন্ধ্য-পর্বতের কন্যা৷ জ্যেষ্ঠা চন্দ্রাবলী, কনিষ্ঠা রাধা৷ দুইজনেই যমুনায় ভেসে এসেছিলেন৷ চন্দ্রাবলীকে পেয়ে পালন করেছিলেন চিত্রভানু রাজার পত্নী৷ শ্রীরাধাকে পেয়ে পালন করেছিলেন বৃষভানু রাজার পত্নী৷ বৃষভানু ও চিত্রভানু দুই সহোদর৷ এই সকল দৃষ্টিকোণ হতেও শ্রীরাধা ও চন্দ্রাবলী প্রায়ই অভিন্ন৷  দুইজনের মধ্যে একটি বিরোধী-ভাব৷ এই বিরোধিতা রসাস্বাদনের জন্য অপরিহার্য৷ লীলার দুইটি দিক৷ স্বপক্ষ ও বিপক্ষ৷ রাধারাণী স্বপক্ষ, চন্দ্রাবলী বিপক্ষ৷ মদীয়তাময় যে আস্বাদন তাহা কৃষ্ণকে মধ্যে রেখে৷ শ্রীরাধা ও চন্দ্রাবলী একই বস্ত্ত দুই ভাব৷ ইহাদের মধ্যে বিরোধী-রস ব্যক্ত হয় শ্রীকৃষ্ণ মধ্যে থাকলেই৷ শ্রীকৃষ্ণকে আনন্দ দিতেই এই বিরোধিতা৷ যখন শ্রীকৃষ্ণ নাই, তখন দুই প্রায় এক হইয়া যায়৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ