আমার মায়ের জিহ্বার অনেক সমস্যা। অনেক ভালো ডাক্তার দেখিয়েছি কিন্তু কমছে না। যদি কেউ দ্রুত সাহায্য করতেন তাহলে অনেক ভালো হতো।

সমস্যা সমূহ হচ্ছে:

১। জিহ্বার মাঝে জ্বালা পোড়া করে,

২। কোনো কিছু খেতে নিলে ঝাল লাগে,

৩। জিহ্বার মাঝে ফাটলের মতো দাগ হয়েছে,

৪। জিহ্বা মাঝে মাঝে খুব চুলকায়,

৫। জিহ্বার ভিতরে ব্যাথা করে।

 [মাঝে মাঝেই ব্যাথা শুরু হয়ে যায় আবার একাই ব্যাথা কমে যায়]

★এই সমস্যা গুলোর সমাধান প্লিজ কেউ দেন★



শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যদি সব সমস্যা এক করলে ঘা জনিত সমস্যা হয়, তাহলে মাইক্রো জেল ব্যবহার করুন। ৬০ টাকার বেশি নিবে না দাম। তবে ডাক্তার দেখানোর পরামর্শ দিচ্ছি।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ