আমি ক্লাস Eight,Nine,Ten এর মত কলেজ এর পর্যায় ক্রম শ্রেণীর নাম ও প্রতিটি শ্রেণীর মেয়াদ কত দিন জানতে চাই।।।
Share with your friends
Unknown

Call

কলেজের ধাপ মাত্র দুটি, একাদশ এবং দ্বাদশ। অনেকে একে ফাস্টইয়ার এবং সেকেন্ড ইয়ার নামে অভিহিত করেন। এদের প্রত্যেকটির মেয়াদকাল মোটামুটি একবছর করে মোট দুই বছর।

Talk Doctor Online in Bissoy App
Call

কলেজের দুটি বর্ষ থাকে একে 

  1. প্রথম বর্ষ (first year)
  2. দ্বিতীয় বর্ষ (second year)
  3. বলা হয়ে থাকে । এর পর ফাইনাল পরিক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হয় এরপর অনার্স চার বছর 
  • প্রথম বর্ষ (first year)
  • দ্বিতীয় বর্ষ (second year)
  • তৃতীয় বর্ষ (third year)
  • চতুর্থ বর্ষ(forth year)
  • অনার্স চার বছরের তবে এটি সেশন জট লাগলে এটি শেষ করতে প্রায় পাঁচ বছর বা তার অধিক সময় লাগতে পারে । এরপর এক বছরের মাস্টার্স । 
আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন । কলেজ এখন মাস্টার্স পর্যন্ত হলে এই ধাপ গুলো আর উচ্চমাধ্যমিক হলে সেগুলো এবং অনার্স পর্যন্ত হলে তার ধাপগুলো দেয়া আছে । ধন্যবাদ । 
Talk Doctor Online in Bissoy App