Share with your friends
Call

আসলে একই দামের ল্যাপটপগুলোর configuration ও একই রকম হয়ে থাকে। Acer, HP, Toshiba, Asus এদের দামে কিছুটা এদিক সেদিক হবে। 

কাজেই আপনার বাজেট অনুযায়ী কনফিগারেশন ঠিক করতে হবে। আমি যদি বলি আপনি প্রসেসর, RAM, Hard Disk, Battery, Weight এগুলো বিবেচনা করবেন তাহলে কিসের ভিত্তিতে এগুলো বিচার করবেন? অবশ্যই এগুলোর কার্যক্ষমতা দিয়ে। আর দামটাও সেখানেই কম বেশি হবে। 
আরেকটা ব্যাপার আমি সবসময়ই বলি সেটা হল একটা Brand এর সব laptop ভাল না ও হতে পারে। Laptop কিনতে হয় Model দেখে (যদি সম্ভব হয়)।কিছুটা মোবাইলের মত ব্যাপারটি।
আপনার পরিচিত কেউ যদি কিনে থাকে তার কাছ থেকে জেনে নিতে পারেন সেটা কেমন service দিচ্ছে। আর আপনার বাজেট এবং কাজের ধরণ জানিয়ে 3/4 টা দোকানে খোঁজ নিন। ওরাও জানে কোন brand এর কোন মডেল গুলো ভাল। এরপর সিদ্ধান্ত নিন কোনটা কিনবেন। ধন্যবাদ।
Talk Doctor Online in Bissoy App