আমি 2013 সালে HSC পাশ করেছি A- পেয়ে। আমার গণিত ও রসায়নে B রয়েছে।আমি এখন একজন Graduated।কিন্তু তারপরও আমি 2018 সালে আবার গণিত ও রসায়নে মান উন্নয়ন পরীক্ষা দিতে চাই। আমি কি পরীক্ষা দিতে পারব ???


Share with your friends

না, মান উন্নয়ন পরিক্ষা শুধুমাত্র পরের বছর দেয়া যায়।  অর্থাৎ , আপনি যদি ২০১৮ সালে পাশ করেন, তাহলে আপনি ২০১৯ সালে মানউন্নয়ন পরিক্ষা দিতে পারবে। তারপর আর সম্ভব নয়। আর একটা বিষয় হল আপনার যদি শুধু মাত্র একটা বিষয়ে রেজাল্ট খারাপ থাকে তারপরও আপনাকে সব গুলো বিষয় পরিক্ষা দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App