রম্বস এর কর্ণদ্বয় 6 সেমি এবং 4 সেমি হলে এর বাহুর দৈর্ঘ্য কতো?
শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা জানি,

রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
দেওয়া আছে,
১ম কর্ণ d1=6 সে.মি.
২য় কর্ণ d2=4 সে.মি.
আমরা জানি,
রম্বসের বাহুর দৈর্ঘ্য a=√{(d1/2)^2+(d2/2)^2}
                              =√{(6/2)^2+(4/2)^2}
                              =√{(3)^2+(2)^2}
                              =√(9+4)
                              =√13
                              =3.6 সে.মি. (Ans)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চিত্র একে সমাধান করে দেওয়া হলো

কিছু বুঝতে অসুবিধা হলে জানাবেন।

পিথাগোরাস এর সূত্র ব্যবহার করা হয়েছেimage

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ