বই এর শেষ পৃষ্টা ফাকা কান থাকে?????
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই মাত্র 10 টা বই ঘেটে দেখে নিলাম। মজার ব্যাপার হচ্ছে কোনটারই শেষ পৃষ্ঠা ফাকা পেলাম না! তবে পিছনের মলাটের ভিতরের অংশটা তো ফাকাই থাকে। কিন্তু কিছু কিছু বইয়ের শেষ পেজে লেখাও আছে আর সেটা মলাটের সাথে আঠা দিয়ে আটকানো দেখলাম। আপনি যদি কোন বইয়ের শেষ পৃষ্ঠা ফাকা দেখে থাকেন তাহলে সেটা হল বাধাইয়ের কারণে। হয়ত ওই পেজে কোন লেখা ছিলনা। কিন্তু ফর্মা অনুযায়ী বাধাই করতে গিয়ে ওই পৃষ্ঠাটি ফাকা রয়ে গেছে। আর কোন বইয়ে যদি ইচ্ছে করে ফাকা পেজ রাখা হয় তাহলে সেটা শিক্ষার্থীদের টুকটাক নোট করার উদ্দেশ্যে রাখা হয়। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ