ডেক্সটপ ইউস করি কিন্তু গ্রাফিক্স কারড নেই,গ্রাফিক্স কারড লাগালে কি উপকার পাবো। আর ১ ও ২ জিবি গ্রাফিক্স কারডের দাম কত হতে পারে।
Share with your friends
Call

এটা মূলত আপনার কম্পিউটারের Display capability কে উন্নত করবে এবং সেই সাথে আপনার পিসির ছবি প্রসেস করার কাজটি দ্রুততর করবে। এর ফলে আপনার main processor এর উপর চাপ কমে আসবে। এবং সেটি পূর্ণ গতিতে অন্যান্য কাজ করতে পারবে।  Graphics card লাগালে আপনার গেমস খেলতে সুবিধা হবে। Photoshop Illustratator এগুলাতে ভালভাবে কাজ করা যাবে।  কার্ড লাগানোর আগে ভালভাবে বুঝতে হবে আপনার মাদারবোর্ড কোন ব্র্যান্ডের কোন কোন কার্ড সমর্থন করবে।  Graphics card এর দামের শেষ নেই। Capacity ও ব্যান্ডের উপর নির্ভর করে 4000 টাকা থেকে শুরু করে 20000 টাকা বা তার বেশিও হতে পারে।  এখানে দেখুন -  https://ryanscomputers.com/components/graphics-card/all-brands.html

Talk Doctor Online in Bissoy App

অনেক ভারি সফটওয়ার এবং আনেক ভারি গেমস খেলার জন্য গ্রাফিক্স কার্ড ব্যাবহার করা হয় । 

প্রতিটি মাদারবোর্ডের সোথে ছো্ট গ্রাফিক্স কার্ড দেওয়া থাকে । 
আপনি হইরেজুলেশন গেমস খেলতে চাইলে লাগাতে পারেন । 
দাম এর ধারনা পেতে নিচের সাইট এ ভিজিট করুন 
https://ryanscomputers.com/components/graphics-card.html
Talk Doctor Online in Bissoy App