আমি এই বছরে ডিগ্রি পাশ করেছি। এবার মাস্টার্সে এডমিসন নিবো। তারপর বিসিএসে চেষ্টা করার ইচ্ছা আছে। আমার এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি কোনটার রেজাল্টই খুব একটা ভালা নয়। তবে দুইটাতে প্রথম বিভাগ আর একটা দ্বিতীয় বিভাহ রয়েছে। আর আমি জানি আমি বিসিএস এর জন্য প্রস্তুত হওয়া থেকে অনেক দূরে আছি। তবে আমি প্রস্তুত হতে চাই। আমি বিসিএস সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিসিএস পরীক্ষা দিবেন- প্রস্তুতি -- http://m.somewhereinblog.net/mobile/blog/Azman007blog/29530441 ( এখানে পড়ুন) ...... ৩৯-৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন -- http://priyo24.com/৩৯-৪০তম-বিসিএস-প্রিলিমিন/ .....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারণত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স অথবা ৪ বছর মেয়াদি অনার্স পাশ এবং শিক্ষাক্ষেত্রে একটির বেশি থার্ড ক্লাস বা সমমানের জিপিএ নেই এমন প্রার্থীরাই আবেদন করতে পারে। যেহেতু ২টিতে ১ম বিভাগ রয়েছে ডিগ্রিতে ২য় বিভাগ আপনি আবেদন করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ