শেয়ার করুন বন্ধুর সাথে

আল্লাহ কর্তৃক নাযিলকৃত বিধান অনুযায়ী মানব জাতির মুক্তির পথ কেবল মাত্র একটি। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছ: আর এটিই আমার সোজা পথ। সুতরাং তোমরা তার অনুরণ কর এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন,যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর। (সূরা আনয়াম ১৫৩) এই আয়াতে আল্লাহ একটি তরীকাকেই অনুসরণ করতে বলেছেন। আল্লাহ বলেন: আর সঠিক পথ বাতলে দেয়া আল্লাহর দায়িত্ব,এবং পথের মধ্যে কিছু আছে বক্র। আর তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে হিদায়াত করতেন। (সূরা নাহল ৯) রাসূল (সাঃ) থেকে সিরাতে মুস্তাকিম সম্পর্কে হাদিসে বর্ণিত আছে: আবদুল্লাহ ইবনে মাসউদ রাঃ বলেন, রাসূল সাঃ আমাদেরকে(সিরাতে মুস্তাকিম বুঝানোর জন্য) প্রথমে একটি সোজা দাগ দিলেন। আর বললেন এটা হলো আল্লাহর রাস্তা। অতঃপর ডানে বামে অনেকগুলো দাগ দিলেন আর বললেন এই রাস্তাগুলো শয়তানের রাস্তা। এ রাস্তাগুলোর প্রতিটি রাস্তার মুখে মুখে অনেকটা শয়তান বসে আছে যারা এ রাস্তার দিকে মানুষদেরকে আহবান করে। অতঃপর রাসূল সাঃ নিজের কথার প্রমাণে উপরে ১ম আয়াতটি তেলাওয়াত করলেন(মুসনাদে আহমাদ৪১২৪২)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ