একটা মেয়ে কে ভালোবাসি,সে ও এক পর্যায়ে আমাকে ভালোবাসে,কিন্তু পরের দিন উলটে যায়,সে আমাকে ভালোবাসার পর ও ভালোবাসতে পারতেছেনা কারণ তার আম্মুর ভয়ে। এর পর তার ভাই আসে বিদেশ তেকে এর পর sms করা ও বন্ধ হয়ে যায়।২মাস হয় গেছে এখন। তার উপর অভিমান করে আছি এখন, স্কুল এর মধ্যে দেখা হয়,দেখা হয় আসতে যাইতে,তার পাস দিয়ে সাইকেল চালিয়ে চলে যায়। না দেখার ভান করে, তার চোকের আডাল না হওয়া পর্যন্ত তাকিয়ে তাকে সে পিছন থেকে স্কুল এ তাকাতে চায় কিন্তু আমি যাতে না দেখি সে রখম করে।(সে অন্য ক্লাস এ পড়ে) আর আমি ত স্কুল এ তাকিয়ে তাকি তার দিখে কিচ্ছু বলতে পারি না অভিমানের জন্য। এভাবে ২মাস চলে গেছে নিজে কে শুদু কষ্ট দিচ্ছি, শুদু ভাবি সে নিজে প্রথম আমার সাতে কথা বলবে,নিজে আমাকে প্রথম sms দিবে। বুঝতে ছিনা সে আমাকে love করে কিনা,love না করলে বলছে কেন sms এ জীবণের প্রথম আপনাকে ভালোবাসছি,এটা বলার পরের দিন উলটে যায়। আপনাদের থেকে সাহায্য চায় তার সাতে কি কথা বলবো,আর কি বলবো তাকে কি বলে বুঝাবো তাকে? নাকি এভাবে অভিমান করতে করতে দিন এর পর দিন চলে যাবে আর আমি কষ্ট পাই, একদিন অপেক্ষা =১বছর লাগে আমার, তাকে দেখলে এত এত ভালোলাগে, অনেক happy লাগে আমার। কি করবো কিরবো প্রতিদিন কষ্ট পায় আমি তার জন্য রাগ ও হয় তার উপর,এ অবস্তায় আমাকে কি করতে হবে যাতে আমার আর কষ্ট না হয়(ভুলতে পারবোনা ভাই বলে দিচ্ছি)
শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

অভিমান করলে মেয়েরা খুব কমেই অভিমান দূর

করার চেষ্টা করেন,তারা চায় সবসময় যেন তার প্রেমিক

নিজের মুখেই এসে অভিমান দূর করার জন্য চেষ্টা করেন।

সবকিছুতেই মেয়েরা নিজে করতে মোটেও পছন্দ করেনা,

সবসময় অন্যকে দিয়ে করতে পছন্দ করেন।মেয়েদের

অভিমান ছেলেদের চেয়ে অনেক এগিয়ে।আর মেয়েরা

নিজের মুখে কাউকে প্রপোজ করেন এমন মেয়ে খুব কমেই

পাওয়া যাবে।মেয়েদের কথিত, বুক পেটে যাবে তবুও মুখ

ফাটবে না।তো বুঝতেই পারছেন মেয়েরা কেমন?

মেয়েরা কোন ছেলেকে ভালোবাসলে হঠাৎ করেই অভিমান

করে অনেক কেন করে জানেন?

অভিমান করে এই ভেবেই যে তার অভিমান তার ভালোবাসার

মানুষটি ভাঙ্গাবে বলে।এটাতে তারা পারদর্শী। এটাকে তারা

অনেক ভালোবাসে।তাই আপনাকে ভালোবাসার পর হঠাৎ

অভিমান, আপনাকে না বলার কারণ হতে পারে সে আপনাকে

পরীক্ষা করছে আসলেই আপনি তাকে কতটুকু ভালোবাসেন।

সে মনে করছে আপনি তার অভিমান ভাঙ্গাবেন বলে।

তাই বলবো নিজেই তাকে এসএমএস করুন,ভালোবাসার কথা

বলুন।রাগ,অভিমান ভাঙ্গানোর চেষ্টা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ