Rh ফ্যাক্টর বলতে কি বোঝায়?


Share with your friends
Call

স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে কোন সমস্যা নেই। তবে স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে সমস্যা হবে। কতো % হবে তা সিউর না।

আর আমাদের শরীরে রক্তের গ্রুপ দুটি প্রক্রিয়ায় নির্ণীত হয়ে থাকে। প্রথমটিকে বলা হয় ABO System. যা মূলত রক্তের গ্রুপ যেমন : A, B, AB, O। দ্বিতীয়টি হল Rh factor বা রেসাস ফ্যাক্টর। এখানে দুটি ভাগ রয়েছে Rh+বা আর এইচ পজেটিভ এবং Rh- বা আর এইচ নেগেটিভ। রক্তের ABO System এর সাথে রেসাস ফ্যাক্টর যুক্ত হয়ে রক্তের গ্রুপ নির্ণীত হয়। অর্থাৎ এর মাধ্যমেই রক্তের গ্রুপ পজেটিভ নেগেটিভ হয়ে থাকে এইটাই Rh factor

Talk Doctor Online in Bissoy App