আমি এয়ার লাইনস্ (কেবিন ক্রু) তে চাকুরি করতে চাই। কত টুকু যোগ্যতা থাকা লাগে,লম্বা এবং ওজন সর্বনিম্ন কত টুকু হতে হয়...???
শেয়ার করুন বন্ধুর সাথে
আপনাকে এইচএসসি পাস হতে হবে।
ইংরেজিতে কথা বলা এবং লেখায় পারদর্শী হতে হবে।
র্স্মাট হতে হবে।
নিদিষ্ট কোন ওজন ও হাইট এর চাহিদা নাই তবে স্মার্ট হতে হলে যতটুকু যোগ্যতা প্রয়োজন হয় সবটুকুই প্রয়োজনহয়।
এছাড়াও আপনাকে এ বিষয়ে ট্রেনিং নিতে হবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ