শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলা গ্রামার এর যেমন জটিল তেমনি বিশাল।।আমূল শব্দটি সম্পুর্ন বা অত্যাধিক অর্থে বুঝায়।।যখন কোন কিছু সম্পুর্ন রুপে বা একদম মূল থেকে বা আপাদ-মস্তক বুঝায় তখন তাকে আমূল শব্দ দিয়ে প্রকাশ করা হয়।।

যেমন:-তিনি চেয়ারম্যান হবার পর এলাকার আমূল পরিবর্তন হয়েছে।।

এখানে বুঝানো হয়েছে যে তিনি চেয়ারম্যান হবার পর এলাকার অত্যাধিক উন্নয়ন হয়েছে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মূল=গোঁড়া/প্রধান যা একটি বিশেষণ পদ। এর সাথে সংস্কৃত উপসর্গ "আ" যুক্ত হয়ে ক্রিয়া বিশেষন গঠন করেছে যা অর্থ দেয় "গোঁড়া থেকে" ।

যেমন:- আমূল পরিবর্তন ;অর্থাৎ গোঁড়া থেকে পরিবর্তন বা প্রধান স্থান থেকেই পরিবর্তন ।

ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ