Share with your friends
Manik Raj

Call

মোবাইল এর ব্যাটারি ভালো রাখার জন্য মোবাইলের নিজস্ব চার্জার সবচেয়ে ভালো এবং এগিয়ে রয়েছে।সবসময় একই চার্জার দিয়ে মোবাইলের ব্যাটারি চার্জ করানো।অটো চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করা কখনোও ভালো না,যেকোনো সময় ব্যাটারি ফুলে যেতে পারে,নষ্ট হয়ে যেতে পারে।আপনার উল্লেখিত দুটার মধ্যে প্রথমটাই সাপোর্ট দিবো।

Talk Doctor Online in Bissoy App

আপনার ব্যাটারি কে সুস্থ রাখতে আপনার ফোন এর মডেল এর সাথে মিলিয়ে চার্জার কিনুন।।বাহিরে না পেলে আপনি আপনার ফোন এর ব্রান্ড এর সার্ভিস সেন্টার এ অবশ্যই পেয়ে যাবেন।।তারপর ও যদি না পাওয়া যায় তাহলে আপনি আপনার ব্যাটারি এর আ্যাম্পিয়ার এর সাথে মিলিয়ে চার্জার কিনুন।।ফুটপাত থেকে কোন ইলেক্ট্রনিক পন্য কিনবেন না।।ফুটপাত এর জামা কাপড়,,খাবার এর মত বাকি সব পন্য গুলো ও নিম্নমানের।।

Talk Doctor Online in Bissoy App

মোবাইল চার্জ করার জন্য প্লাগ পিনই ভালো। কেনোনা অটো চার্জার দিয়ে চার্জ করতে চাইলে মোবাই বারবার খুলতে হয়। এবং চার্জ হওয়া কালিন অনেকটা সময় ব্যাটারি মোবাইলের বাহিরে থাকে। এতে প্রধান সমস্যা হলো ব্যাটারি ফুলে উঠে। আর ব্যাটারি ফুলে গেলে মোবাইলের ব্যাক কভারটা লাগানো যায়না। আর তাই ওই ব্যাটারী আর ব্যবহারের উপযোগি থাকে না।

Talk Doctor Online in Bissoy App