আমার বোন মাদ্রাসায় আর্টস নিয়ে পড়ে। ও চায় আরো যুগোপযোগী শিক্ষার জন্য স্কুলে সায়েন্স নিয়ে পরবর্তিতে মেডিকেল পড়ে আর্তমানুষের সেবা করতে। সো, ঐ প্রতিষ্ঠান থেকে টিসি দিচ্ছেনা। এখন আমি আইনি সহ কি ধরণের ব্যাবস্থার মাধ্যমে টিসি নিতে পারি। *ও এবার অষ্টম শ্রেনীতে উঠছে।
Share with your friends

এলাকার চেয়ারম্যান সহ কিছু গন্যমান্য ব্যক্তিদের বুঝিয়ে বলা যে, তার মেধা সক্তি প্রখর তাকে আমরা আরও উচ্চ শিক্ষা দিতে চাই। তো অন্য কোথাও ভর্তি হওয়ার জন্য টিসি দরকার কিন্তু প্রতিষ্ঠান থেকে তা দিচ্ছে না। আমার মনে হয় উনারা চাইলেই টিসি নিয়ে দিতে পারবে।

Talk Doctor Online in Bissoy App