Intel Celeron n3060 অতটা পাওারফুল প্রসেসর নয় । তবে এই ল্যাপটপটি দিয়ে নরমাল গ্রাফিক্সের কাজ এবং অনায়াসে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন । তবে র‍্যাম কম থাকলে গ্রাফিক্সের কাজ করার সময় ল্যাগ করতে পারে । যদি নতুন ল্যাপটপ কিনতে চান এবং বাজেট বেশি থাকে, তবে আমি Intel Core-i3 নেওয়ার পরামর্শ দিব ।

Talk Doctor Online in Bissoy App
Call

এমনিতেই ল্যাপটপ, ডেক্সটপের থেকে কম শক্তিশালী। যদি এটি ডেক্সটপ হতো তবে হয়তবা বলতাম এটি ভালো হবে, কিন্তু এমতাবস্থায় বলতে হচ্ছে যে, ল্যাপটপটি খুব একটা ভালো হবেনা। এতে আপনি ব্রাউজিং করতে পারবেন, গ্রাফিক্স এর কাজও করতে পারবেন, তবে সেটা ভালো ভাবে নয়।

Talk Doctor Online in Bissoy App