আমার বয়স ২১।গত কয়েক মাস ধরে আমার যৌনিতে খুব চুলকায় আর যৌনির নিচের দিকে গোটার মত উঠে। কয়েক দিন পর সেরে যায়।কিন্তু আবার উঠে।সাথে সাদা স্রাব ও হয়।গোটার মুখ সাদা থাকে।মনে হয় গোটা থেকে পানি ঘামে।এখন আমার কি করা উচিৎ। দয়া করে জানাবেন


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি সেভলন লিকুইড ব্যাবহার করুন

এবং সব সময় উক্ত জাইগা পরিষ্কার করে

রাখবেন।

মাসিক হলে বেশি সচেষ্ট থাকবেন।

এবং মাসিক হলে যা ব্যাবহার করেন

সে গুলা সতর্ক ভাবে পরিষ্কার করে নিবেন।

এবং সাদা স্রাবের জন্য ডাক্তার দেখান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ