সার্কিটের পাওয়ার অফ রেখে মেপে দেখা যায়। এক্ষেত্রে খোলা লাগে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদিও পুরো সার্কিটটি একটি পিসিবিতে করাহয় তবুও সেখানে কিছু এরিয়া থাকে। সমস্যার ধরন আনোযায়ি সেই এরিয়াটি আপনাকে খুজেঁ নিতে হবে। তারপর কোন কম্পোনেন্ট এর সমস্যার কারনে এই সমস্যা হতে পারে তার প্রতি বেসিস ধারণা থাকতে হবে। তারপর একনজর চোখ বুলিয়ে নিতে হবে কোনো সমস্যা চোখে পরে কিনা। যেমন ক্যাপাসিটির: ক্যাপাসিটির নষ্ট হলে আনেক সময় দেখাযায় পুরে বা গলে গিয়েছে, ফুলে গিয়েছে, লেগ আলাদা হয়েগিয়েছে ইত্যাদি। এতে সমস্যা বেরকরা আপনার জন্য সহজ হবে। প্রাথমিক এই পরীক্ষায় সমস্যা ধরাপরে খুব কম। তখন সন্দেহজনক কম্পোনেন্ট সার্কিট থেকে আলাদা করে টেষ্ট করতে হবে। অন্যতায় কম্পোনেন্ট এর সঠিক মান আপনি পাবেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে সার্কিট এ রেখেই তা পরীক্ষা চালানো যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ