আচ্ছা আমি ডিউরেসেল এর ৯ ভোল্টের ব্যাটারী দিয়ে পাওয়ার ব্যাংক এর মডিউল এড করে পাওয়ার ব্যাংক বানাতে চাই। এতে একটা ব্যাটারী কত এম এইচ চার্জ দিতে পারবে ফোন এ..!?

আর ৬ ভোল্টের এসিড ব্যাটারীতে কি বানানো যাবে..!?


শেয়ার করুন বন্ধুর সাথে
6V ব্যাটারি ব্যবহার করেও করতে পারেন।
আর নিন্ম বর্ননা টি ফলো করুন
যেহেতু ব্যাটারির Amp উল্লেখ নাই তাই ধরেনিলাম 9 V 5 Amp
এবার এর ক্ষমতা বের করবো 
P = VI = 9×5 = 45 Watt
ফোনের ব্যাটারি 5 V 2000 mah (ধরেনিলাম)
(2000 ma = 2 amp)
P = VI = 5×2 = 10 Watt


এবার কতবার চার্জ দিতে পারবেন?
উত্তর : 45 ÷ 10 = 4.5 বার।
এবার আপনার ব্যাটারির সাথে মিলিয়ে ক্যালকুলেশন করেনিন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ