Facebook এর only me করা ফোন  নাম্বারটি কি ভাবে দেখবো কেউ জানান প্লিজ 
Share with your friends
Call

এটা দেখার কোন উপায় নেই।            

Talk Doctor Online in Bissoy App
Call

 Only me করা ফোন নাম্বারটি দেখার কোন উপায় নাই।

কারণ,আইডির নিরাপত্তার জন্য ফেইসবুক কর্তৃপক্ষ নাম্বারটি হাইড করে রাখে।

আশা করি বুঝতে পারছেন।

Talk Doctor Online in Bissoy App
Call

এতা দেখতে হলে আপনাকে ফেসবুক হ্যাক করতে হবে আর অন্য কোন ভাবেই দেখতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App
JoyRadhe

Call

আপনার একাউন্টি ফেসবুক থেকে চিরতরে ডিলিট হলেও নম্বরটি ঐ একাউন্টের সাথে যুক্ত আছে তাই আবাদত এই নম্বর দিয়ে নতুন করে একাউন্ট খুলতে পারবেন না। আপনি ২-৩ মাস পর এই নম্বর দিয়ে পুনরায় একাউন্ট খুলতে পারবেন। ৩ মাস পর না পারলেও ৫-৬ মাস পর একাউন্ট খুলতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

একজন নিজের নাম্বার টা হাইড করে রেখেছেন কারন তিনি চান তার ব্যক্তি গত তথ্য যেন শুধু তার কাছেই থাকে যাকে তিনি চান।এখন আপনার যদি নম্বরটি একান্ত প্রয়োজন থাকে তবে সে ব্যক্তি থেকেই চাওয়া উচিত তার face book id না ঘেটে।

Talk Doctor Online in Bissoy App