Share with your friends
Call

HTTP হলো Hyper Text Transfer Protocol যা সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়ে থাকে।

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

Hyper Tex Transfer Protocol 

Talk Doctor Online in Bissoy App
Jobedali

Call

Http অর্থ হলাে Hyper Text Transfer Protocol। ইন্টারনেটে টিসিপি/আইপি প্রটোকলের মাধ্যমে যে প্রটোকল ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্ট-এর মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে এইচটিটিপি (HTTP) বলে। ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ওয়েবপেইজের জন্য সার্ভারকে অনুরােধ পাঠাতে থাকে। সার্ভার ক্লায়েন্টের অনুরােধে সাড়া দিয়ে ওয়েবপেইজকে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। ক্লায়েন্ট বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পায়। আর যার মাধ্যমে ডেটা আদান-প্রদান হয় তা হলাে এইচটিটিপি (HTTP)। সুতরাং এইচটিটিপি (HTTP) এর কাজ হচ্ছে— সার্ভারের সাথে ব্রাউজারের সংযােগ তৈরি করা, ব্রাউজারের যেকোনাে অনুরােধ সার্ভারে পৌছে দেওয়া, ব্রাউজারের অনুরােধে সার্ভারের সাড়া মােতাবেক ওয়েবপেইজকে ব্রাউজারে নিয়ে আসা, ব্রাউজার এবং সার্ভারের সংযােগ বিচ্ছিন্ন করা।

Talk Doctor Online in Bissoy App