আপনি জিমেইল দিয়ে সাইনআপ করে ওয়েব সাইট তৈরি করুন। বিষয়টি আপনি ইচ্ছা করলে নিজেই পারবেন। তারপর বিভিন্ন কাজের জন্য গুগলে সার্চ করে জেনে নিবেন। এছাড়া ওয়েব সাইট তৈরির পূর্ন গাইডলাইন আপনি গুগলে পাবেন। নিচে একটি লিংক দিচ্ছি যেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে http://techtunes.com.bd/web-development/tune-id/199986

Talk Doctor Online in Bissoy App
Call
image গুগুল ব্লগ তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা
জিমেইল আইডি’র প্রয়োজন হবে।
যাদের নেই তারা এক্ষুনি gmail.google.com
এড্রেস-এ গিয়ে জিমেইল আইডি টি খুলে নিন।
আর যাদের রয়েছে তাদের নতুন করে আইডি
খোলার প্রয়োজন নেই। তবে হ্যা মন চাইলে
নতুন আইডি দিয়েও ব্লগ সাইট টি খুলতে পারেন।
যাইহোক, এবার আপনারা নিচের ধাপসমূহ অনুসরন
করুন।
প্রথমে আপনি www.blogger.com এ যান। তারপর
আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে
ব্লগারে সাইন ইন করুন।
নতুন পেজটি তে আপনাকে স্বাগতম জানানো
হবে। যাইহোক আপনি উক্ত পেজের নিচের
অংশে যান। তারপর, “ব্লগারে অবিরত রাখুন” অথবা
“Continue blogger” এ ক্লিক করুন।
নতুন পেজটি ওপেন হলে “নতুন ব্লগ” বা “New
blog” এ ক্লিক করুন।
“নতুন ব্লগ” এ ক্লিক করার পর পেজটি নিচের
ছবিটির মত দেখাবে
১. এবার আপনি শিরোনাম বা title -এ, আপনার ব্লগ
সাইটের টাইটেল নামটি দিন।
২. ঠিকানা বা address -এ, আপনার ব্লগ সাইট টি যে
নামে খুলতে চান সে নামটি দিন।
৩. টেমপ্লেটের তালিকা থেকে যেকোন
একটি টেমপ্লেট নির্বাচন করুন।
উপরের কাজগুলো শেষ হলে এবার “ব্লগ তৈরি
করুন!” লিখাটি-তে ক্লিক করে ব্লগটি সম্পন্ন করুন।
ব্যাস আপনার ব্লগটি তৈরি হয়ে গেল।
Talk Doctor Online in Bissoy App