Android এ বাংলা লেখার একটা ভালো কিপ্যাড এর নাম বলুন?
Share with your friends

এ্যান্ড্রয়েড ডিভাইসে বাংলা লেখার জন্য রিদমিক কি-বোর্ড সেরা। কারন এতে খুব সহজেই ফোনেটিক অর্থাৎ ইংরেজী উচ্চারনের মাধ্যমেই বাংলা লেখা যায়। ইংরেজী amar লিখলেই সেটা বাংলায় আমার হয়ে যায়। আলাদা কোন লে-আউট বা কি-ম্যাপ মনে রাখার প্রয়োজন হয়না। অন্যদিকে বিজয় কি-বোর্ড এ অদের নিজেস্ব কি-বোর্ড লে-আউট মনে রাখতে হয় যা খুবই ঝামেলার। রিদ্মিকে খুব সহজেই বাংলা থেকে ইংলীশ কি-বোর্ডে সুইচ করা যায়। সর্বোপরি রিদ্মিক অনেক বেশী ইউজার ফ্রেন্ডলি। তাই নিঃসন্দেহে রিদমিক কি-বোর্ডই সেরা।

Talk Doctor Online in Bissoy App

আপনি পার্বতী কিবোর্ড (কি প্যাড) ব্যবহার করতে পারেন ৷ এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন ৷ বাংলা থেকে ইংরেজি সহজে যাওয়া যায় ৷ এই কিবোর্ড OTG সাপোর্ট করে ৷ ফলে সহজেই কম্পিউটার কিবোর্ড লাগিয়ে বাংলা লিখতে পারবেন ৷

Talk Doctor Online in Bissoy App

আমার ব্যবহৃত কীবোর্ড গুলোর মধ্যে গুগোল ইন্ডিক কীবোর্ডটি অনেক ভালো লেগেছে । আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর কীবোর্ড সেটিংস এ গিয়ে বাংলা - ইংরেজি করে তারপর ব্যবহার করে দেখতে পারেন । আর তাছাড়া রেদিমিক কীবোর্ড টা অনেকের কাছেই প্রিয় এটাও দেখতে পারেন ।

Talk Doctor Online in Bissoy App