আমি নতুন বিয়া করেছি । আমাদের পারিবারিক সমস্যার কারনে সন্তান নিতে পারতেছি না । আমার স্থীর মাসিক সাধারনত ২১ দিন দিন পর পর হয়, তবে কোন কোন সময় ২-১ দিন কমবেশি হয় । এবার তার মাসিক ২৬-৬-২০১৭ তারিখে শুরু হয় এবং ২৮-৬-২০১৭ তারিখে শেষ হয় । এখন ২৬-৬-২০১৭ তারিখের আগে কোনদিন থেকে কতদিন পর্যন্ত সহবাস করলে সন্তান হওয়ার সম্ভনা নেই এবং ২৮-৬-২০১৭ তারিখের পর থেকে কোনদিন থেকে কতদিন পর্যন্ত সহবাস করলে সন্তান হওয়ার সম্ভবনা নেই । সহবাস করার জন্য মাঝখানে কতদিন করে সময় পাওয়া যাবে । তারিখ সহ উল্লেখ করে বলবেন । আমি কন্ডম ব্যবহার করতে চাইনা এবং স্থীকে পিল খাওয়াতে চাইনা ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

মাসিক শেষ হওয়ার পরের ৩ দিন, আপনার উল্লিখিত হিসেবে ২৯, ৩০ ও ১ তারিখ নিরাপদ সময়। 

এর পরবর্তী ১২ দিন (উক্ত হিসেবে ২ থেকে ১৪ তারিখ) প্রেগন্যান্সির ঝুঁকি সর্বোচ্চ (৬০-৮০%) থাকে। 

এর পরবর্তী দিন (১৫ তারিখ) থেকে মাসিক শুরু হওয়ার আগ পর্যন্ত সময়টুকু পুনরায় নিরাপদ হিসেবে গণ্য।


উল্লেখ্য যে নিরাপদ সময়েও প্রেগন্যান্ট হওয়ার সামান্য সম্ভাবনা থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ