Call

যদি কোন কুয়ার গভীরতা ১০ মিটার হয় এবং কুয়াটি যদি পানিপূর্ণ থাকে তাহলে কোন পাম্পেরর ক্ষমতা বের করতে চান তাহলে এর কার্যকর উচ্চতা হবে ৫ মিটার। কারণ এক্ষেত্রে লব্ধি উচ্চতা গণনা করা হয়। কারণটা হল, পানি উত্তোলনের সময় কুয়ার উপরের পানি উঠানোর জন্য যে পরিমান কাজ করতে হয় নিচের পানি উত্তোলনের জন্য বেশি কাজ করতে হয়। এজন্য গড় মান ব্যবহার করা হয়। অাশাকরি বুঝকে পেরেছেন।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ