১..কারিগরি শাখা থেকে এস.এস.সি দেয়ার পর কি ডিপ্লোমা করা যায়?? ২..কোন ডিপ্লোমা করা ভালো হবে?? খরচ কত পড়বে?? ৩..কি ধরনের চাকরীর সুযোগ থাকবে?? একটু বিস্তারিত বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

অবশ্যই আপনি এসএসসি পর ডিপ্লোমা করতে পারবেন সাধারনত প্রথমে আপনি এসএসসি কোন বিভাগ থেকে পরিক্ষা দিয়েছেন তা বলতে হবে তাহলে বাংলাদেশে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপর গুরুত্ব বেশি দেওয়া হয়। আর খরচ নির্ধারণ করবে আপনার অর্থের উপর। তবে সরকারি ডিপ্লোমা করলে খরচ কম আর বেসরকারি করলে খরচ বেশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিচের তথ্য গুলো দেখুন! আমি বুঝলামনা যে আপনার মনে এ অদ্ভুত prosno কেন এবং কিভাবে আসল ! আসলো যে কারিগরি তে পড়ে আবার সেই কারিগরি এর শাখা ডিপ্লোমা তে ভর্তি হতে পারবেন না ! কারিগরি এর শাখা হচছে ডিপ্লোমা। যে জায়গা থেকে পাশ করুণ না কেন এসএসসি পাশ করলেই পড়া যাবে ভাল ফলাফল করলে সরকারি তে চান্স পাবেন আর খারাপ করলে বেসরকারি তে পাবেন। আর আপনি ইলেকট্রিকেল বিভাগ নিতে পারেন অথবা Computer / civil. etc.খরচের বিষয় টা আপনার সেমিস্টার ফি মানে বেসরকারি তে যান সেটা ভর্তি উপর নির্ভর করবে। তারপরও বেসরকারি তে মেস কলেজ মিলিয়ে মোটামুটি দুই লাখ চব্বিশ হাজারের মত!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
OVIsekBD

Call

হুম ssc পর ডিপ্লোমা করা যাই।। পলিটেকনিক ডিপ্লোমা ভাল হবে।।।খরচ খুব কম।।।সরকারিতে প্রতি সেমিস্টার এ ২৪০০ টাকা খরচ।।।

world bank. এর বৃত্তি পাইলে প্রতি সেমিস্টার এ ৭২০০ টাকা পাবেন।।।এছারা পাশ করলে ১৬৫০ টাকা পাবেন।।।

আপনি যে ডিপার্টমেন্ট এ ভর্তি হবেন তার উপর সরকারি চাকরি পাইতে পারেন।।।।


তবে আপনি দক্ষ হলে অনেক টাকা বেতন পাবেন।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১/ হ্যা কারিগরি শাখা থেকে ssc

পাশের পরে যে কোন ডিপ্লোমা

করতে পারবেন। তবে ২০০৮ থেকে

২০১৭ সালের মধ্যে পাশ হতে হবে।

২/ বর্তমানে প্রায় ১৭ রকমের ডিপ্লোমা

আছে, উল্লেখযোগ্য ডিপ্লোমাগুলো হলো,

মেডিকেল,নার্সিং,সিভিল,টেক্সটাইল,মেকানিক,

ইলেকট্রনিক/নিক্স, ফুটওয়্যার, মেরিন ইত্যাদি।

বর্তমানে যে কোন ডিপ্লোমা করতে প্রতিষ্ঠান ভেদে

খরচ হবে যেমন ১,৮০,০০০/- থেকে ৪ লক্ষ টাকা

পর্ষন্ত। সরকারীতে খরচ হবে ৬০ হাজার থেকে

৮০ হাজার টাকার মতো।

৩/ ডিপ্লোমা শেষ করে আপনি সহকারী প্রকৌশলী

হিসেবে  চাকরী নিতে পারবেন। ডিপ্লোমার মান hsc

থেকে একটু উপরে এবং ডিগ্রি পাশ কোর্সের চেয়ে

অনেক নিচে। তবে বর্তমানে ডিপ্লোমার মান hsc

ধরা হয়। ডিপ্লোমা করেও অনেকে আবার ডিগ্রি

পাশ কোর্সে ভর্ত হয়।


চাকুরীর সুযোগ ও সুবিধা : ডিপ্লোমা শেষ করে

যদি সরকারী চাকরী পান তাহলে জীবন ভালো

কাটবে, তবে সরকারি চাকুরিতে ডুকতে হলে

অবশ্যই সরকারী পলিটেকনিক থেকে পাশ করতে

হবে। প্রতি বছর হয়তো সামান্য কিছু লোক নিয়োগ

দেয় সরকার। তাতে চাকুরীর সুযোগ থাকে হাজারে

১ জন করে। আর প্রতিটা নিয়োগে উল্লেখ করে

দেয় সরকারি প্রতিষ্ঠান থেকে পাশ হতে হবে।

আবার যারা সরকারী চাকরী না পায়, তারা প্রাইভেট

হয়তো ৬/৭ হাজার টাকা বেতনে চাকরী করে।

কিন্তুু বেশীর ভাগই বর্তমানে ডিপ্লোমা পাশ করে

বেকার থাকে, এবং খুব মানবেতর জীবন যাপন করছে।

বি:দ্র: ভাই বর্তমানে যে কোন ডিপ্লোমা মানেই

এক একটা মরন ফাঁদ। রাস্তার অলিতে গলিতে

এখন ডিপ্লোমা ইনস্টিউট। ভাই ডিপ্লোমা হলো

কাজ কেন্দিক শিক্ষা, ধরুন আপনি টেক্সটাইলে

ডিপ্লোমা শেষ করেছেন, এখন আপনি কিন্তুু ঐ

টেক্সটাইলে ছাড়া অন্য কোথাও জব করতে োপারবেন

না। আর জেনারলে অনার্স/ মাস্টার্স করলে আপনি

বিসিএস/নিম্বন্দন ছাড়াও হাজার হাজার যায়গায়

যেতে পারবেন। ডিপ্লোমা হলো কারিগরি শিক্ষা আর

অনার্স হলো সম্মান বা উচ্চশিক্ষা।

দেখুন প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে ডিপ্লোমা

পাশ করে বের হচ্ছে কিন্তুু হাজার হাজার নতুন পথ

কিন্তুু বের হচ্ছে না। যারা প্রথম কয়েকটা ডিপ্লোমা

ব্যাচ থেকে বের হয়েছে তারাই হয়তো ভালো পজিশনে

আছে, এরপর থেকে এখন পর্যন্ত যতো ব্যাচ বের হচ্ছে

তারা কেউ ৫০০০ টাকা বেতনেও কোথাও জব পাচ্ছে না।

এখন জীবন আপনার সো না বুঝে আমার মতো জীবন

থেকে অযথা প্রায় ৫ টি বছর লস করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ