শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শুধুমাত্র নার্সিং করার পর আপনি BCS দিতে পারবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যারা ৪ বৎসর মেয়াদী বি এস সি ইন নার্সিং পড়াশুনা করেছেন তারা বিসিএস এ অংশগ্রহণ করতে পারবে। এবং ইতোমধ্যে দুই এক জন সফলতার সহিত প্রিলি -রিটেন পাশ ও করেছে। আমার জানা মতে ৩৭ তম বিসিএস এ একজন আর্মফোর্স নার্সিং কলেজ থেকে বি এস সি নার্সিং করা আপু (বি এস সি -৩য় ব্যাচ) বি সি এস পরিবার পরিকল্পনা তে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আপনার যদি কনফিডেন্ট থাকে, অধ্যবসায়ী হন তাহলে চেষ্টা করতে পারেন। মনে রাখবেন আপনি ও একজন গ্রাজুয়েট। কাজেই আপনি অন্য সব গ্রাজুয়েট দের মতো সুযোগ পাবেন। একজন বি এস সি গ্রাজুয়েট --- ১.ব্যাংক ২.বিসিএস(জেনারেল ক্যডার) ৩.বিসিএস (পরিিিবার পরিকল্পনা) ৪. বিসিএস (পুুুলিশ) ------------------------------- ইত্যাদীর জন্য প্রতিযোগী তা করতে পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ