আমাকে ফিকহ ১ম পত্রে ৪০ এবং ফিকহ ২য় পত্রে ৮০ দিয়েছে। উভয়টি এক সাথে মিলিয়ে (৪০+৮০)=১২০/ A- দিয়েছে। আমার বিশ্বাস আমি ১ম পত্রে ইনশাআল্লাহ ৮০ পাব। কিন্তু ভয়ে চ্যালেঞ্জ করছি। না জানি তারা ৮০ না দিয়ে ভুল ক্রমে ০৮ এন্ট্রি করে আমাকে ফেল করে দেয় সেজন্য। #আর আমার এক স্যার বলেছেন,, চ্যালেঞ্জ করলে মার্ক কমতেও পারে আবার বাড়তেও পারে।কারন তুমি একজনে উপর চ্যালেঞ্জ করলে সে বিগড়ে গিয়ে ভালভাবে পেপার দেখবে এবং ভুলত্রুটি থাকলে রেগে মার্ক কমাবে!!!!! ** এমতাবস্থায় আমি কি করতে পারি???? চ্যালেঞ্জ করলে কি আমার কোন লাভ হবে??? প্লিজ কেউ আমাকে তথ্য দিয়ে সাহায্য করুন। স্যারের কথায় আমি ভয় পাচ্ছি!!! এ সংক্রান্ত শিক্ষাবোর্ডের কোন লিংক থাকলে আমাকে দিয়ে সাহায্য করুন।।। প্লিজ,,,
Share with your friends
Call

সেটা আপনাত খাতার উপর নির্ভর করবে

পুনরায় খাতা দেখার সময় যদি ভুল ধরা পড়ে সেখানে

মার্ক কেটে নেওয়া হবে এবং মার্ক বাড়লে তাও যোগ করা

হবে

তাই মার্ক কমবে না বাড়তে তা খাতার এবং আপনার প্রশ্নের

উত্তর দেওয়ার উপর নির্ভর করবে

Talk Doctor Online in Bissoy App

রেজাল্টে চ্যালেঞ্জ করলে  মার্ক কমানোর

কোন সিষ্টেম নেই, হয় মার্কস বাড়বে নয়তো

আগে যা ছিলো তাই থাকবে।

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার খাতাকে বিশেষভাবে

যে গুরুত্ব দেওয়া হবে সেটা হলো→ আপনার খাতার

কোনো উত্তরের মধ্যে নাম্বার ভূল গণনা হয়েছে কিনা

সেটাই দেখবে। যদি কোথাও উত্তরের মধ্যে নাম্বার

ভূল গণনা হয়ে থাকে তাহলে সেই অবশিষ্ট নাম্বারটাই

যুক্ত করা হবে। আর যদি ভূল গণনার নাম্বারটি যুক্ত করা

হয় তাহলেই খাতার মার্ক বৃদ্ধি পাবে,নয়তো পূর্বে

যা ছিলো তাঁতেই থাকবে। নাম্বার কমানোর কোনো

সিস্টেম নেই।


বোর্ড চ্যালেঞ্জ করলে সফলতা হওয়ার সম্ভাবনা

একদমেই কম। যদি বলি বোর্ড চ্যালেঞ্জ না করলে

বৃদ্ধিমানের পরিচয় দিবেন,তাহলে হয়তো খুব বাড়াবাড়ি

হবেনা। যা পেয়েছেন তা নিয়েই সন্তুষ্টি থাকুন সেটাই

শ্রেয় হবে।

Talk Doctor Online in Bissoy App