আমার স্ত্রীর গত মাসের ৬.৭.২০১৭ তারিখে মাসিক হয়েছে এখনো মাসিকের ডেট আসেনি, কিন্তু ওর পেট মোটা হয়ে গেছে আমরা সহবাসের সময় কখনো বির্য ভিতরে ফেলেনি বাইরে ফেলেছি তো ওকি গর্ভবতি?


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

পিরিয়ড মিস মানেই গর্ভবতী নন। তবে

পিরিয়ড হওয়া মানেই সে গর্ভবতী নন।

আপনার বর্ণনা অনুসারে গত মাসের ৬.৭.২০১৭

তারিখে পিরিয়ড হয় এবং  তারপর থেকে

পিরিয়ড হয় নি তবে তার পিরিয়ডের সময়

অতিক্রমিত হয়েছে। 

এমতাববস্থায়, বলা যায় ৬.৭.২০১৭ তারিখ

পর্যন্ত আপনার স্ত্রী গর্ভমুক্ত। এই সময়ের পরবর্তীতে

মিলনের কারনে গর্ভবতী হতেও পারে নাও হতে পারে।

তবে যেহেতু বীর্যপাত যৌনির মধ্য করেন নি সেহেতু

শতভাগ নিশ্চিত না হলেও বলা যায় গর্ভবতী 

হওয়ার সম্ভবনা কম। 

আপনি আপনার বর্ণনাতে, আপনার স্ত্রীর পেট বড়

হওয়া প্রসঙ্গে বলেছেন। এখানে আমি বলবো পেট

বড় হওয়া গর্ভবতীর কারন হতে পারে না,  কেননা

কিছু সময়ের জন্য যদি মেনে নি আপনার স্ত্রী গর্ভবতী

তাহলে গর্ভবতীর বয়স হবে সর্বোচ্চ ১ মাস ও নয়।

আর মাত্র এই কয়েকদিনের গর্ভবতীতে পেটের আকার

পরিবর্তন হয় না। 

* এই মূর্হরতে আপনার স্ত্রী গর্ভবতী কি না তা নিশ্চিত

করে বলা সম্ভব নয়, আপনাকে গর্ভবতী টেষ্ট করে

জেনে নিতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ