দেখুন নিচের Facebook page টি মাঝেমাঝে লেখা মোটা এবং কালো করে লিখেছে। আমি এভাবে কীভাবে লিখব? http://www.facebook.com/notes/joykoly-জয়কলি/জয়কলি-বইয়ের-মূল্য-তালিকা-২০১৭/395645807305643/?__tn__=H-R
Share with your friends
Call

যারা পোস্ট করেছিলো তারা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে প্রথমে টাইপ করে পরে পোস্ট করেন। তারা ওয়ার্ড প্রসেসরে বোল্ড করে লিখেছিলো কথা গুলো এবং তারপর কপি করে পোস্ট করেছে তাই লেখা গুলো এরকম। তাই আপনি যদি এমন করতে চান তাহলে আপনি কম্পিউটারের ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে পারেন আবার এখন ফোনেও ওয়ার্ড প্রসেসর দেওয়া থাকে সেখান থেকেও আপনি এটা করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Bakul3014

Call

ওরা একটা নোট পাবলিশ করেছে,নোটে লেখা bold করার সিস্টেম রয়েছে। আপনি কম্পিউটার ভাসনে ট্রাই করে দেখুন।

Talk Doctor Online in Bissoy App

লক্ষ্য করুন ওই পেজটি একটি চিরকুট প্রকাশিত করেছেন । ফেসবুকের পিসি ভার্সনে এই নিয়ম রয়েছে ।এক্ষেত্রে আপনাকে ওয়ার্ড প্রসেসরে লেখাটি টাইপ করার পর কপি করে ফেসবুকে দিতে পারবেন । তবে মনে রাখবেন এক্ষেত্রে আপনাকে একটি চিরকুট (Note) প্রকাশিত করতে হবে ।

Talk Doctor Online in Bissoy App