এই পদের চাকুরি করলে নিজের জীবনের সুরক্ষা কত টুকু.?? আমার অনেক ভয় করছে যদি যুদ্ধে মারা যায়..

প্লিজ বিস্তারিত  বলুন


শেয়ার করুন বন্ধুর সাথে
Hardlove

Call

ভয় থাকলে সেনাবাহিনীতে এসে লাভ নেই কারন আপনি ভয় পেলে প্রশিক্ষণ ও শেষ করতে পারবেন না। আর যুদ্ধত অনেক দূরে সেখানে মরা বাচা আল্লাহতালারর হাতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভয় করলে তো চলবে না।নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন।আপনি যদি চিন্তা করেন আপনি যুদ্ধে মারা যাবেন।তাহলে কি হবে? আরে ভাই,, আপনার প্রতিই যদি আপনার ভরসা না থাকে তাহলে তো আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না।আপনার নিজের প্রতি যদি নিজেরই ভরসা না থাকে তাহলে আমরা (এই দেশের মানুষ) আপনার উপর ভরসা করবো কোন দুঃখে?? আপনি আপনার মাতৃভূমির জন্য,নিজের দেশের জন্য,নিজের দেশের সুরক্ষার জন্য কাজ করবেন।এতে আপনার গর্ব বোধ হওয়া উচিৎ।কিন্তু ভয় কেন?? নিজের মনোবল শক্ত করুন।বাচা মরা একমাত্র আল্লাহর হাতে।দোয়া করি আপনি যেন দেশের জন্য কিছু করতে পারেন।অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

যদি ভয়ের চিন্তা করেন তাহলে আপনি চাকরি করার চিন্তা

করেন কেনো?

যাঁরা সেনাবাহিনীতে চাকরি করে তারা কোনদিন ভয়ের

চিন্তা করেনা,করেনা তাদের নিজের জীবনের ভয়।

সেনাবাহিনীরা দেশের জন্যই যুদ্ধ করে তারা কখনোও নিজের

জীবনের চিন্তা করেনা।

যাঁরা যুদ্ধে নামে তারা কখনো এই চিন্তা নিয়ে নামেনা যে

সে যুদ্ধে বিজয়ী অর্জন করবে এবং সে যুদ্ধে মরবেনা।

যাঁরা যুদ্ধ করে সে কখনো চিন্তা করেনা নিজের জীবনের।

যদি আপনি কোনকিছু অর্জন করতে চান এবং আপনি

ভয়ের কারণে পিছু হাটেন তাহলে আপনার পক্ষে

বিজয়ী হওয়া অসম্ভব।

পথিক যদি তার যাত্রা লম্বা দেখে মাঝ পথে গিয়ে

তার যাত্রা বন্ধ করে দেন তাহলে তার পক্ষে তার কাঙ্ক্ষিত

গন্তব্যে পৌঁছানো কখনোও সম্ভবপর না।

যে পথে কাঁটা নেই সে পথে বিজয়ী অর্জন করার কোনো

গৌরবতা নেই,নেই কোনো প্রশান্তি।

জীবনে যারা বড় হয়েছেন তারা অনেক কষ্ট করেই আজ বড়

হয়েছেন। তারা কখনোও ভয়ের চিন্তা করছেননা।

মানুষের জীবনটাই তো একটা যুদ্ধ।

আপনি যে এই পৃথিবীতে এসেছেন চিরস্থায়ী হয়ে এসেছেন

নাকি?

আপনি বলছেন যে,সেনাবাহিনীতে চাকরি করলে

নিজের জীবনের সুরক্ষা কতটুকু।

আচ্ছা আপনি বলেন তো এবার, আপনি যে এভাবে

জীবনযাপন করছেন তাহলে আপনার নিজের জীবনের

 কতটুকু সুরক্ষা আছে?

যদি পারেন আমার প্রশ্নের উত্তর দিবেন!!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সেনাবাহিনীতে চাকরী করবেন অথচ আপনার আত্মবিশ্বাস একদম তলানিতে। সেনাবাহিনীতে ঢুকার সময় লিখিত এবং মৌখিক পরীক্ষাগুলো নেয় কেন যানেন। কারণ আপনি ঐ সময় কতগুলো সঠিক উত্তর দিয়েছেন তা ফ্যাক্ট নয় আসল ফ্যাক্ট হলো আপনি ঐ প্রশ্নের উত্তর কতটা আত্মবিশ্বাসের সাথে করেছেন। আর প্রশিক্ষণের সময় আপনাকে কঠিন থেকে কঠিন বাস্তবতার মুখোমুখী হতে হবে। তাই আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
যতদুর জানি সেনাবাহিনীর চাকরি অনেক ভালো মানের 
চাকুরী । বিশেষ করে একজন দরিদ্র পরিবারের
সন্তানদের জন্য । 
সেনাবাহিনীর চাকুরিজীবীদের সরকার অনেক রকমের সুবিধা দিয়ে থাকে যা হয়তবা আপনার ও অজানা নয় ।
সেনাবাহিনীতে চাকরি করে নিজের পরিবার 
অর্থাৎ পিতা, মাতা স্ত্রী ও সন্তানদের সুখে রাখতে পারবেন ।
যেটা প্রত্যেকটা আদর্শবান পুরুষই চায় । 

জীবনের সুরক্ষা কেবল মহান আল্লাহই দিতে পারেন । সুতরাং 
এখানে কিছু বলাটা একটু বেশিই হয়ে যাবে  ।
তবে এমন কিছু দেখিনা যেখানে আপনাকে মরণের দিকে 
ঠেলে দিবে । 

আপনি বলছেন যে আপনার অনেক ভয় করছে যদি যুদ্ধে 
মারা যান । আসলে আপনার মাথায় রাখতে হবে যে 
আপনি একজন পুরুষ । একজন পুরুষ কখনো কাপুরুষের
মত কথা বলবে না । আর দেশের জন্য যুদ্ধ করে মরা
তো শহীদের সম্মান এবং অনেক বড় ভাগ্যের ব্যাপার । 
এই ভাগ্য কয়জনেরই বা হয় । আর তাছাড়া এখন
যুদ্ধ কোথায় দেখলেন আপনি??
আরেকটি কথা আপনি যদি ভয়ই পান তবে ট্রেইনিং করবেন 
কি করে ?





অবশেষে বলতে চাই যদি ইচ্ছে থাকে , সুযোগ আসে এবং
পারিবারিক ভাবে অসচ্ছল থাকেন 
তবে সেনাবাহিনীতে যোগ দিতে পারেন । অন্যথায় সিদ্ধান্ত আপনার  ।
আসে পাশে লক্ষ করলে দেখবেন কত মানুষ সেনাবাহিনীর
চাকরি নেয়ার জন্য পাগল  ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ