আমি বুঝতে চাচ্ছি word, excel, power point,access,outlook এগুলোর কোনটি দিয়ে অফিসিয়াল কি কাজ করা হয়? এবং অফিসের কাজের জন্য কোনগুলো বেশী গুরুত্বের সাথে শিখতে হয়? বিস্তারিত আকারে বললে অনেক ভালো হতো.
Share with your friends
Call

অফিসিয়াল কাজে সাধারণত ওয়ার্ড, এক্সেল, এক্সেস 

এই কাজগুলি লাগে বাকিগুলো তেমন লাগেনা । 

তাই এই তিন বিষয়ে ভাল করে আয়ত্ত করুন ।

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

Microsoft Word, Excel, Access, Power

Point,,Outlok  এর মধ্য সব থেকে গুরুত্বপূর্ণ

যথাক্রমে Word, Excel এবং Access,  Power Ponit

টা যারা শিক্ষকতা করেন তাদের জন্য অনেক

গুরুত্বপূর্ণ। outlok এর কাজ অন্যভাবে করা 

হয় বর্তমানে outlok তে কাজ

 বিলুপ্ত প্রায়।  ইন্টারনেট ব্রাউজিং

কে বোঝায় তবে এর কাজ অনেক গুরুত্বপূর্ণ। 

  • Microsoft word ব্যাবহার করা হয় টাইপ করার কাজের ক্ষেত্রে।
  •  Microsoft Excel ব্যাবহার করা হয় হিসাব নিকাশের কাজের জন্য
  • Microsoft Access ব্যাবহার করা হয় তথ্য সংরক্ষণে ও বিভিন্ন ফিল্ড, রেকর্ডে সহজেই তথ্য ইনপুট আউটপুট করা যায়।
  • Microsoft Power Point বিভিন্ন প্রকার স্লাইট সো, অ্যানিমেশন তৈরি করে উপস্থাপন করার ক্ষেত্রে।
Talk Doctor Online in Bissoy App