বিয়ের পর ৪ মাসে ৪ টি unwanted 72 পিল খেয়েছে। প্রথম ৩ মাসে একটি করে এবং ৪ এর মাসে ২ টো unwanted 72 খায় এতে কি কোনো সমস্যা হতে পারে? আর প্রেগনেন্ট হওয়ার চান্স থাকতে পারে ?
Share with your friends
Call

সঠিক সময় ইমারজেন্সী পিল সেবন করলে প্রেগনন্সীর ভয় থাকেনা।কিন্তু এতে বিভিন্ন অসুবিধা হতে পারে এমনকি আপনার স্ত্রী বন্ধ্যাও হতে পারে।তাই এসব পিল পরিহার করে নিরাপদ পিল হিসেবে ফেমিকন পিল সেবন করতে পারেন অথবা কনডম ব্যবহার করুন।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

আসলে এটা হলো ইমার্জেন্সি গর্ভনিরোদ  পিল যা সহবাস করার ৭২ ঘন্টার মধ্যে সেবন করলে সংগিনি  প্রেগন্যান্ট হবে না। 

অহেতুক এই পিল সেবন করাবেন না এতে শরীরের নানান সমস্যা দেখা দিবে কারন এই  ইমার্জেন্সি পিল গুলোতে অনেক টাই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে জেনে রাখুন এই পিল এর পার্শ্বপ্রতিক্রিয়া : শ্বাস নিতে অসুবিধা
গুরুতর পেটের ব্যথা
ভারি মাসিক রক্তপাত
স্পট বা সময়সীমার মধ্যে রক্তপাত
বমি বমি ভাব এবং বমি
অস্বাভাবিক ক্লান্তি এবং দুর্বলতা
মাথা ঘোরা
স্তন ব্যথা এবং কোমলতা
লিবিডো পরিবর্তন
রক্ত জমাটবদ্ধ গঠন
ঘাই।
Talk Doctor Online in Bissoy App