শেয়ার করুন বন্ধুর সাথে
Call

2 টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে 105 ডিগ্রি কোণ উৎপন্ন হয়  


ব্যাখ্যাঃ 

12 টা থেকে 6 টা এই দুই কাঁটায় 

উৎপন্ন হয় 180°। এদের মধ্যে রয়েছে 

30 টি দাগ কাঁটা। একেকটি কাঁটার

মান হয় (180/30)°= 6°। 

2টা 30 মিনিটে  ঘন্টার কাঁটা 12 নম্বর 

দাগ কাঁটা পার হয় অর্থাত্ 12.50 

জায়গায় ঘন্টার কাঁটা অবস্থান করে 

এবং মিনিটের কাঁটা 30 নম্বর কাঁটায়

অবস্থান করে। অতএব , দুটির মধ্যে 

কাঁটার ব্যবধান (30-12.50)=17.50 । 

ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা উৎপন্ন 

করে 17.50×6°= 105° কোণ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArfanAli

Call

২ টা ৩০ মিনিটে ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ =1/2 * |11M - 60H| =1/2 * |11*30 - 60*2| =1/2 * |330 - 120| =1/2 * |210| =1/2 * (210) = 105° উল্লেখ্য, এখানে M=মিনিট এবং H=ঘন্টা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ