ইলেক্ট্রিক্যালের উপর ডিপ্লোমা করেছি, কিন্তু এখন Computer প্রতি বিশেষ আকর্ষণ বোধ করছি? তাই CSC থেকে Bsc করতে চাইছি, সেটা কি সম্ভব আর পরবর্তীতে কি কোন সমস্যায় পড়তে হবে কি না?
Share with your friends
Call

১) ইলেক্ট্রিক্যালের উপর ডিপ্লমা করেছেন, এখন CSE থেকে BSC করতে চাচ্ছেন? আপনি CSE থেকে BSC করতে পারবেন। তবে পাবলিক ভার্সিটিতে নয়। ২) পড়ালেখার ক্ষেত্রে তেমন কোন সমস্যা হবে না। কিন্তু চাকুরী ক্ষেত্র আপনার কাগজ পত্রে এমন জটিলতা থাকার কারনে কিছুটা সমস্যায় পড়তে পারেন। যেমন, ধরুন Diploma সার্টিফিকেট দিয়ে আপনি ইলেক্ট্রিক্যাল সেক্টরে Job করছেন, সেক্ষেত্রে ঐ সেক্টরে প্রমোশনের জন্য আপনার উচ্চশিক্ষার প্রয়োজন, তখন কি করবেন? এর থেকে ভাল হবে আপনি আপনার Department এই BSC করুন। আর ইলেক্ট্রিক্যাল অনেক ভাল Department.

Talk Doctor Online in Bissoy App