শেয়ার করুন বন্ধুর সাথে

অামদানি ও রপ্তানি ব্যবসায় মূলধনের পরিমান নির্ভর করে ব্যবসায় ধরনের উপর । অর্থাৎ, অাপনি কি ধরনের বা কোন পন্য নিয়ে ব্যবসায় করতে চাচ্ছেন । এই ব্যপারটা অাগে পরিস্কার করা দরকার ছিল । অামদানি ও রপ্তানি ব্যবসায় এমনও ক্ষেত্র অাছে অাপনি যদি এক কোটি টাকা নিয়ে শুরু তাহলে অাপনি ঐ ব্যবসায়ীদের অর্থাৎ ঐ লাইনে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে গন্য হবেন । অতএব, বুঝতেই পারছেন এই ব্যবসায় মূলধন কি পরিমান পর্যন্ত হতে পারে ! তবে অাপনি অামদানি ও রপ্তানি ব্যবসায় লক্ষাধিক সর্বনিম্ন দশ বা বিশ এই পরিমান মূলধন নিয়েও শুরু করতে পারেন । তবে, যদি অাপনার ঐরকম জানাশুনা থাকে অর্থাৎ, পরিচিত ভায়ার বা এই লাইনে অাছে এমন ঘনিষ্ঠ কেউ থাকে যে কিনা অাপনাকে এই সামান্য মূলধনেও ভালোমাপের সহযোগিতা করতে পারবে যাতে অাপনি প্রারম্ভিকাবস্থায় উপকৃত হোন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ