আমি প্রথম একদিন শেষ রাতে স্বপ্নে দেখলাম

গাড়ি দুর্ঘটনায় একটি লোক মারা গিয়েছে, এবং

সে আমার পরিচিত কেউ। 

আমি আবার আজ বিকালে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম

আমার একজন চাচা বাড়ি ফেরার পথে স্টিমারের

ভিতরে মারা গেছে। অতপর তাকে সাদা কাফন

পড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দূর থেকে আমি তার

লাশের চেহারা দেখে ঘুমের মধ্যে খুব ভয় পেয়েছি।

আমার শরীর ভয়ে এখনো কাপছে। 

আমি কেন এমন স্বপ্নে দেখছি, ভয়ে আমি অস্থির হয়ে

যাচ্ছি। 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার স্বপ্নের বিষয়ে পরিপূন' ব্যাখ্যা দিতে না পারলেও এটুকু ধারনা পেতে পারেন যা নিচে বর্ণনা :

নাবী (সাঃ) থেকে সহীহ সূত্রে বর্ণিত হয়েছে যে, ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ হতে এবং অপছন্দনীয় স্বপ্ন শয়তানের পক্ষ হতে। সুতরাং যে ব্যক্তি অপছন্দনীয় কোন স্বপ্ন দেখে সে যেন বাম দিকে থুথু ফেলে এবং শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। তাহলে শয়তান তার কোন ক্ষতি করতে পারবেনা। আর সে যেন সেই স্বপ্নের বিষয় কাউকে না বলে। আর যদি ভাল ও পছন্দনীয় স্বপ্ন দেখে সে যেন খুশী হয় এবং একান্ত প্রিয় ব্যক্তি ছাড়া অন্য কাউকে স্বপ্নের বিষয় না বলে।[1] যে ব্যক্তি অপছন্দনীয় কোন স্বপ্ন দেখবে তিনি তাকে পার্শ্ব পরিবর্তন করে শয়ন করার আদেশ দিয়েছেন এবং সলাত পড়তে বলেছেন। সব মিলিয়ে দেখা যায় যে ব্যক্তি অপছন্দনীয় কোন স্বপ্ন দেখবে তার জন্য তিনি পাঁচটি আদেশ দিয়েছেন।

১. বাম দিকে থুথু ফেলবে।২. আউযু বিল্লাহি মিনাশ্ শাইতানির রাজীম পাঠ করবে।৩. কাউকে সে বিষয়ে সংবাদ দিবেনা।৪. পার্শ্ব পরিবর্তন করবে এবং৫. সলাত আদায় করবে। 

নাবী (সাঃ) বলেন- ব্যাখ্যা না করা পর্যন্ত স্বপ্নের বিষয়টি স্বপ্ন দর্শকের উপরই উড়তে থাকে। ব্যাখ্যা করা হলে তা সংঘটিত হয়ে যায়। সুতরাং স্বপ্নের কথা শুধু প্রিয়তম ব্যক্তি অথবা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি ছাড়া অন্য কারও কাছে বলবেনা। নাবী (সাঃ) থেকে আরও বর্ণনা করা হয় যে, তিনি স্বপ্ন দর্শককে বলতেন- তুমি ভালই দেখেছ। অতঃপর তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন।

[1]. বুখারী, অধ্যায়ঃ কিতাবুত তাবীর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ