২.কোন গ্রুপ নিয়ে পড়লে ভালো রেজাল্ট করার সম্ভাবনা বেশী?যেমনঃনবম দশম শ্রেণীতে বিঞ্জান বিভাগের রেজাল্ট তুলনামূলক বেশী ভালো হয়? ৩.একাদশ শ্রেণীতে এসে গ্রুপ পরিবর্তনের ফলাফল কেমন হতে পারে? আশা করি ৩ টা টপিকেরই উত্তর দিবেন ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

কোনটা নিয়ে পড়াশুনা করলে একজন ছাত্র ভালো 

মানের ফলাফল অর্জন করতে পারবে সেটা নির্ভর করে

একজন ছাত্রের রুচির উপর,তাঁর পড়াশুনার উপর

এবং মেধার উপর। যাঁরা ভালো ফলাফল অর্জন করতে

সেটা যেকোনো গ্রুপ থেকেই করতে পারে।


হোক সেটা মানবিক, বিজ্ঞান বা কমার্স।

আমি যদি ভালো করে পড়াশুনা করি তাহলে আমি

পরীক্ষায় উত্তীর্ণ হবো এটা আমার আত্মবিশ্বাস, 

এটা আমার পড়াশুনার উপর বিশ্বাস।


যেকোনো গ্রুপেই সহজ যদি সেটা একজন ছাত্র 

সফলতা অর্জন করার মতো চেষ্টাটুকু করেন।

কোনো গ্রুপেই কঠিন কোনকিছু নেই,

যদি আপনি পড়াশুনা ঠিকঠাক মতো না পড়েন

তাহলে যেকোনো গ্রুপেই আপনার জন্য ভালো মানের

ফলাফল অর্জন করা কষ্টসাধ্য ব্যাপার।


আমি যদি একদম সহজ গ্রুপ নিয়ে পড়াশুনা 

করি এবং ভালো মতো পড়াশুনা না করেই ভালো

 ফলাফল প্রত্যাশা করি তাহলে সেটা অনুচিত, 

অর্থাৎ ভালো ফলাফলের প্রত্যাশা করতে পারি না। 


আমার পড়াশুনা অনুযায়ী ফলাফল প্রত্যাশা

করতে হবে। এটার জন্য কথিতও আছে,যে যেটুকু চেষ্টা

করে সে ততটুকুই পায়। তাঁর চেয়ে বেশি পায়না।

যেকোনো গ্রুপেই কঠিন নাকি সহজ সেটা সম্পূর্ণ নির্ভর

করে একজন ছাত্রের উপর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ