Call

আপনি যেই রাউটার এর পাসওয়ার্ড চেঞ্জ 

করতে চান সেই রাউটার এর সাথে যদি 

কানেক্টেড থাকেন তবে রাউটার এর 

পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। 

প্রথমে যেকোনো ব্রাউজার দিয়ে 

এড্রেস বারে লিখুন tplinkwifi.net 

এর পর একটি পেজ আসবে সেখানে

 ইউজার নেম ও পাসওয়ার্ড উভয় ঘরেই

 admin লিখুন। এবার যে পেজ ওপেন হবে 

তার বাম পাশে একটা মেনু পাবেন সেখান থেকে

 wireless ক্লিক করুন সেখান থেকে আবার 

wireless security তে ক্লিক করুন । 

এবার দেখুন বাম পাশে disable security 

লিখা আছে সেখানে ক্লিক করে নিচে 

সেভ ক্লিক করে বের হয়ে আসুন। 

এবার সব কাজ ওকে। 

Talk Doctor Online in Bissoy App