Call

আপনি ট্রাইকোডার্মা ক্রিমটা ব্যবহার করতে পারেন।ব্যবহারের পূর্বে আক্রান্ত স্থানটা একটা ভেজা কাপর দিয়ে মুছে নিতে হবে।ভালো ফল পেতে ক্রিমটা প্রতিদিন দুইবার ব্যবহার করতে হবে।আশা করি ৫-৭ দিনেই ঘা একেবারে শুকিয়ে যাবে।তবে পুরো টিউবটা ব্যবহার করা প্রয়োজন স্থায়ীভাবে ভালো করার জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

পভিশন ব্যবহার করলে যখন ঠিক

হয়ে যায় তারপর যখন ব্যবহার করা

হতে বিরত থাকেন তখন পুনরায় সমস্যা

হয়, এটাই সম্ভবতো বোঝাতে চেয়েছেন।

সমাধান হলো: 

আক্রান্ত স্থানে পভিশন ক্রিম টি

সমস্যা সমাধান হওয়ার পরেও কিছু দিন

লাগিয়ে থাকতে হবে, আগে দিনে দুই ব্যবহার

করলে,  নিরাময়ে পরে ১ বার ব্যবহার করলে

হবে। 

সবথেকে গুরুত্বপূর্ণ  বিষয় হলো, পরিস্কার পরিচ্ছন্ন

থাকতে হবে। আক্রান্ত স্থান সর্বদা পরিস্কার, শুকনো

এবং জীবানুমুক্ত রাখার চেষ্টা করবেন। 

এভাবে মেনে চললে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।

আক্রান্ত স্থান সেরে যাওয়ার পরেও লাগাবেন, এখানে

আজীবন লাগানোর কথা বলি নি, ১ সপ্তাহ  ব্যাবহার

করলেই হবে, তবে পরিস্কার পরিচ্ছন্ন সর্বদা থাকতে

হবে নতুবা পুনরায় আক্রান্ত হতে পারে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ