আমার এক বোন রয়েছেন, যিনি জেনারেল শিক্ষিত। তিনি তেমন পর্দা করে চলেন না,বাহিরে কোথায় গেলে বোরকা ছাড়াই বের হন। তাই এমন একটি ইসলামিক বইয়ের নাম বলুন, যা পড়লে পর্দা করার প্রতি আগ্রহী হবে & আখিরাতের ভয় হৃদয়ে আসবে।

বিঃদ্রঃ তিনি কিন্তু অন্যন্য মেয়েদের মত বেহায়া নন। অবশ্য পর্দা করেন, বাট আমাদের ইসলাম ধর্মে যে পর্দা করার আদেশ করা হয়েছে, তা পালন করেন না। 


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি নিকটস্থ লাইব্রেরী থেকে নিম্নোক্ত বইগুলি সংগ্রহ করে তাকে পড়তে দিন। ইনশাআল্লাহ্‌ তার ভিতর ইসলামী জ্ঞান আসবে। এবং পর্দার প্রতি আরো যত্নবান হবে।

১. আল হিজাব

লেখকঃ শায়েখ মুহাম্মদ ইবন সালিহ ইবপ্ন উসাইমীন।

২. হিজাব ও বাস্তবতা- প্রেক্ষিত বাংলাদে

লেখকঃ শাহিন আক্তার আঁখি

৩.  পর্দা ও বেপর্দার বিধান

লেখকঃ আব্দুল আযিয বিন আব্দুল্লাহ বিন রায়

৪. পর্দা ও ইসলাম

লেখকঃ মাওলানা সাইয়েদ আ'বুল আলা মওদূদী

৫. হিজাব ও সালাতে নারীর পোষাক পরিচ্ছদ

লেখকঃ শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া

৬. পর্দা কি প্রগতির অন্তরায়
লেখকঃ সাইয়্যেদা পারভীন রেজভী
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বেহেস্তেনারী

জান্নাতি ১০ রমণীর জীবনী

বই গুলা দিতে পারেন।

এখন বই সবাই পড়তে চাই না,,,,,,,,,,

বই কিনে দিলে নিয়ে রেখে দেয় কাজের কাজ কিছু হয় না

তাই আমার মতেঃ আপনি আপনার বোন কে Youtube 

থেকে কবর এর আযাব,নারী বেপর্দাকরেলে কী হয়,নামায

না পড়ার শাস্তি এই ভিডিও গুলা দেখাতে পারেন।

এতে করে তার ভিতর আল্লহার ভয় হবে

তখন সে পর্দা করা শুরু করবে।

আশা করি আপনর বোন পর্দা করুন।

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ