শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

হ্যাঁ  যায়।

তবে ডিপ্লোমা ও অনার্স দুটি কোর্স একই

ব্যাক্তি করা বোকামি। 

কেননা ডিপ্লোমা করলে HSC এবং অনার্সের

সার্টিফিকেট মূল্যহীন আপনার যেমন ফলাফলই

থাকুক না কেন, আবার যখন HSC বা অনার্সের

সার্টিফিকেট সো করবেন তখন ডিপ্লোমার

সার্টিফিকেট মূল্যহীন। দুটি শিক্ষাই দুটি

ভিন্ন পথের, যা একটি অপরটি হতে বিপরীত।

সুতরাং,  যে কোন একটি দিকে থাকাই হবে

জ্ঞানীর কাজ, লক্ষহীন উদ্দেশ্য কখনো সফল

হয় না, সুতরাং  যে কোনো একটি লক্ষকে

স্থির করে তাকে কেন্দ্র করে শিক্ষা গ্রহণ করুন।

আমার পরামর্শ হচ্ছে, যেহেতু HSC শেষ করে

অনার্সে পড়ালেখা করছেন বা শুধু  HSC দিয়েছেন

এক্ষেত্রে অনার্স পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। 

এখন ডিপ্লোমা করলে আপনার গত কয়েক

বছরের পরিশ্রম, সময় ও অর্থ সম্পূর্ণ বিফলে

যাবে।  

আপনাকে দুটি দিক সম্পর্কেই অবহিত করলাম এখন

আপনার ইচ্ছা। 

ভাইয়া অনার্স ও ডিপ্লোমা ২ জায়গায় ভর্তীর সময় মূল মার্কশীট চাই।এখন ১ টা মার্ক শীট ২ জায়গায় কিভাবে জমা দিবো সমাধান দিন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ