amirupu

Call

পাইলট ট্রেইনিং এ পড়ার খরচ অনেক। আপনি নিচের লিংকে গিয়ে দেখতে পারেন। 

www.google.com/phonix east aviation

এইটা আমেরিকার বিখ্যাত আভিয়েশন।

আর দেশে পরতে চাইলে সিভিল আভিয়েশনে সব মিলে ২১ লক্ষ টাকা লাগবে। তার চেয়ে ভালো ফনিক্স এ গিয়ে কর্স সম্পুর্ণ করে commersial licence নিয়ে ভাল একটা জবে ঢোকা।

পড়ার জগ্যাতাঃ  আপনার অবশ্যই পদার্থ বিজ্ঞানে রসায়ন গনিত উচ্চতর গনিত ৯০% মার্কস থাকতে হবে।  ইংলিশ এ খুব পাকা ও দক্ষ থাকতে হবে। 



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাংলাদেশের যেকোন ফ্লাইং একাডেমীতে পড়তে চাইলে প্রতিষ্ঠানভেদে ৩০-৩৫ লক্ষ টাকা লাগে আর বাইরে করতে গেলে প্রায় এর দ্বিগুন খরচ হয়। আর যোগ্যতা হলো বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরিক্ষায় উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ