জম্ম নিবন্ধনে ভূল সংশোধনের জন্য ২ বছরে ২ বার আবেদন করেছি মন্ত্রনালয়ে কিন্তু কাজ হয়নি ! এর জন্য UNO এর সাথে তর্ক করেছি, তারা বলে তাদের যা করনীর তারা করছে বাকী কাজ মন্ত্রনালয় করবে DC অফিসে গেছি তারা বলে UNO অফিসে বলা হয়েছে আমার ব্যাপারটি দেখছে তারা! কিন্তু কই ? দু বছরে ও কাজ হয়নি ! কতবার যে UNO DC অফিসে গেছি তার হিসাব নেই ! বার বার মন্ত্রনালয়ে ইমেল করলে তারা সরাসরি সাক্ষাত করতে বলে ! কি করব এখন? খুব টেনশনে আছি! শুনলাম মন্ত্রনালয় মোটা অংকের টাকা চাই ! তাছাড়া কাজ করেনা !
Share with your friends
ArfanAli

Call

সংশোধনের জন্য আগের জন্ম নিবন্ধন, SSC/HSC/JSC certificate নিয়ে পৌরসভায় যান। সেখানে জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিসে যাবেন। অফিসারদের সমস্যার কথা জানান । তারপর একটি form দিবে তা পূরণ করে জমা দিন। ৬০০ অথবা ৭০০ টাকা নিতে নিবে। এই form ঢাকায় main অফিসে পাঠানো হবে। সেখান থেকে সংশোধন হয়ে ফিরে আসতে ২ মাস লাগবে। সময় বেশিও লাগতে পারে তাই যোগাযোগ রাখবেন।

Talk Doctor Online in Bissoy App