শেয়ার করুন বন্ধুর সাথে

১৮৭৯ সালে টমাস আলভা এডিসন বিশ্বের প্রথম বাল্ব  আবিস্কার করেন। কিন্তু এই ধারনা সম্পূর্ণ ভূল। আমরা তাকে শুধুমাত্র প্রথম বাণিজ্যিক বাল্বআবিস্কারক বলতে পারি। বাল্ব উদ্ভাবনের চেষ্টায় তিনি প্রথম কিংবা একমাত্র ব্যক্তি ছিলেন না। আসলে, কিছু কিছু ঐতিহাসিক দাবি করেন যে এডিসন এর পূর্বেও আরো ২০ জনেরও বেশী বাল্ব আবিষ্কারক ছিলেন। যাইহোক তাকে প্রায়ই বাল্ব আবিস্কারের সম্মান দেওয়া হয় কারণ তার সংস্করণ পূর্ববর্তী সকল সংস্করন এর চেয়ে ভাল ছিল। 

সাত দশক ধরে, আরো অনেক আবিস্কারক বাল্ব আবিষ্কার করেন। কিন্তু কোন বাল্বই বাণিজ্যিক ভাবে বাজারজাতের যোগ্য ছিল না। আরো উল্লেখযোগ্য যে, ১৮৪০সালে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী এবং রসায়নবিদ  Warren De la Rue (বুঝিনা বিজ্ঞানীদের নাম এমন কেন হয়  ) ভ্যাকুয়াম টিউব এর মধ্যে প্লাটিনিয়াম কুন্ডলী রেখে এর মধ্য দিয়ে বিদ্যুত প্রবাহ করেন, আর এইভাবে আবিস্কার হয় বিশ্বের প্রথম বৈদ্যুতিক আলোর বাল্ব। এর নকশা ছিল খুবই দক্ষ। কিন্তু প্লাটিনিয়াম এর অধিক দাম একে করে তোলে বাণিজ্যিক উৎপাদনের জন্য অকার্যকর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ